১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হারিয়ে ফেলেছি রাতের তাঁরা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
হারিয়ে ফেলেছি রাতের তাঁরা

Sharing is caring!

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু★

Manual3 Ad Code

রাতের তাঁরা গুলি গুনতে গুনতে
একদিন খুব ক্লান্ততায় 
আবছা চোখে উঠে দেখি
কখন যে ভোর হলো।
সময়ের পালা বদলে জানা হলোনা,তবে কি
ক্লান্ততা কি শুধু দেহবশ্যাসে।
নাকি মনের ঘুমন্ত মানুষ টার ভিতর অবহেলা আসে
যানি একদিন রাতের নিরবতা মেখে
অচেনা কিছু খুঁজে ফেরার পালা।
আমি যানি,
অবশেষে কোনদিন ফিরে আসবে,তখন হয়তো
নিয়তি পাড়ায় হচ্ছে হলুূদ মাখা মাখি।
গায়ের রং টা কালো বলে
ভালোবাসার স্পর্শ টা পায়নি,পেয়েছে রাতের ক্ষুদা নিবারণ।
কেন এমন……..?
রাতের আধাঁরে এক, আর দিনের আলোয় নতুন মুখ
সভ্যতার খুটি আজ কোথায় নরবরে
যাচ্ছে মেখে ইচ্ছে পাটাতনে, নোংরা দেয়ালের রংতুলি।
তবুও আমি
রাতের তাঁরা গুনতে গুনতে, কখন যে উশ্নতা হারালাম
চেতনায় আসেনি।
ভেবেছিলাম নগ্নতা তা হয়তো দেহে,না সেটা এখন
বিশ্বাসের মাঠ পেরিয়ে, সে এখন মানব সভ্যতার খুব কাছে।
আমি তবুও তাঁরা গুলি গুনে চলেছি
বাদ পরেনি বিন্দু কানাকড়ি।

Manual8 Ad Code

ঋতু
৯ই ফেব্রুয়ারী ০২০ ইং
শীতের শেষ প্রহর
পাতামরা রুদ্রের শহরে