১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্ব মুসলিম এক হও – কবিতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
বিশ্ব মুসলিম এক হও – কবিতা

Sharing is caring!


Manual5 Ad Code

মু,ইসমাইল হোসাইন (রনি)

লক্ষীপুর প্রতিনিধি

Manual5 Ad Code

“বিশ্ব মুসলিম এক হও”
লেখক মোঃ নুরুল ইসলাম স্যার
সিনিয়র শিক্ষক, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা।

বিশ্ব মুসলিম এক হও, এসো এক জামাতে,
দ্বন্ধ সংখ্যাত ভুলে, এসো বাস করি একসাথে।

তা না হলে ইসলাম এর দুশমন এরা সুযোগ নিবে
তোমাদের কে আলাদা করে।

মানবতার কল্যানে, মুক্তির লক্ষ্যে

এসো এক যোগে কাজ করি, ফতুয়াবাজি বন্ধ করি,
কোরআন সুন্নাহ এর আলোকে জীবন গড়ি।

Manual8 Ad Code

চেয়ে দেখ, কাফের, মুশরিক, ইহুদি
এক হয়ে জোট বেধেছে মুসলমান এর বিরুদ্ধে
প্রতিদিন রক্ত ঝরছে, কাশ্মির, আফগানিস্তান,
ফিলিস্তিন, ইরাকে,এখনো সময় আছে
এসো এক জামাতে

মায়ানমার, সিরিয়ায়, অগনিত মুসলিম,
হয়েছে গৃহ ছাড়া।
আশ্রয় শিবির এ কাটছে দিন অতি কষ্টে স্বজন হারা।
উইঘুর মুসলমানেরা কাঁদছে বন্দী শিবিরে
মরছে অনাহারে।

পড়েছে নজর শকুনের বাংলার উপর,
এক হও আলেম সমাজ, এসো এক জামাতে

Manual1 Ad Code

তা না হলে আবদ্ধ হবে পরাধীনতার জিন্জিরে
হবে অস্তিত্ব বিলিন, স্বাধীনতা আসবে না ফিরে
সারা জীবন কাঁদবে শুধু চোখের জলে
তাই বলি বিশ্ব মুসলিম এসো এক কাতারে,
এখনো সময় আছে, শামিল হও, এক জামাতে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code