Sharing is caring!
রবিউল ইসলাম, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে রোববার গভীর রাতে পৌর এলাকাসহ এক রাতে ৫টি দোকানের তালা ভেঙ্গে চুরি সংর্ঘটিত হয়েছে। এ সময় এলাকাবাসী সোহেল (২২) নামের এক চোরকে ধরে গনপিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে আহত অবস্থায় চোর সোহেল পুলিশ পাহারায় রয়েছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, রোববার গভীর রাতে মহেশপুর শহরের মেহেদী সাইকেল স্টোর,মেসার্স আর এন্ড সন্স ও ভালাইপুর বাজারের ফিরোজ,মামুন ও পারভেজের দোকানের তালাভেঙ্গে চোরেরা চুরি করে। এক পর্যয়ে ভালাইপুর গ্রামের লোকজন দোকান চুরির ঘটনা টেরপেয়ে মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেলকে ধরে ফেলে। পরে এলাকাবাসী গনধোলাইয়ের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। মেহেদী সাইকেল স্টোরের মালিক আলমগীর জানান, চোরেরা তার দোকানের ৫টি তালা ভেঙ্গে ৩৮ হাজার টাকা,মেসার্স আর এন্ড সন্স থেকে ২হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। মহেশপুর থানার ইন্সেপেক্টও (তদন্ত) আমানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত অবস্থায় চোর সোহেলকে হাসপাতালে রাখা হয়েছে। চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।