১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের শ্রদ্ধা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের শ্রদ্ধা

Sharing is caring!

Manual1 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শ্রীমতি রিভা গাঙ্গুলি দাস।
Manual4 Ad Code

সোমবার সকাল ৯ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আতœার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

Manual3 Ad Code

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী লেকু, জেলা যুবলীগের সভাপতি সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শ্রীমতি রিভা গাঙ্গুলি দাস বলেছেন, সোনার বাংলা গড়তে ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিল ও থাকবে। কারন বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বের সম্পর্ক খুবই শক্তিশালী। আগামী ১৭ই মার্চ থেকে মুজিববর্ষ উদযাপিত হবে। তাই মুজিববর্ষে আমরা অংশগ্রহন করার জন্য প্রস্তুত রয়েছি। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়িত করছেন। সোনার বাংলা গড়ার পথে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

Manual3 Ad Code