১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরােধের জেরে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরােধের জেরে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

Sharing is caring!


Manual7 Ad Code

রাকিবুল হাসান ,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরােধের জেরে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় এবং বাড়িতে অগ্নিসংযােগের ঘটনায় জড়ানাের অভিযােগ পাওয়া গেছে৷

Manual7 Ad Code

এমন অভিযােগে উপজেলার মাওনা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে শফিকুল আমজাদ রানা, শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (১৮) ০১.০২. ২০২০) করেন।পাথারপাড়া গ্রামের মৃত নছিম উদ্দিনের সন্তান হেলাল উদ্দিন মাস্টার (৪৫) মাওনা গ্রামের মব্বত আলীর সন্তান জজ মিয়া( ৩৮) ফালু শেখের সন্তান শফিকুল ইসলাম (২৬) ফালু শেখের স্ত্রী মাজেদা খাতুন (৪৮) কে অভিযুক্ত করে।

Manual3 Ad Code

ডায়েরীসুত্রে জানা যায়,গত বছরের ২৬ অক্টোবর একই গ্রামের মৃত সব্বত আলীর স্ত্রী রাবেয়া খাতুনের ঘরে অগ্নিসংযােগের ঘটনায় শফিকুল আমজাদ রানাসহ তার স্বজনদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয় । ওই মামলায় শফিকুল আমজাদ রানা ১ মাস ৮ দিন জেল খেটে জামিনে মুক্ত হন।

Manual1 Ad Code

শফিকুল আমজাদ রানা জেলে থাকা অবস্থায়, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল মাষ্টার,১০/১২/২০১৯ তারিখে বেআইনী ভাবে ২০/২৫ জন লোক নিয়ে ৩টি ঘরের পিলার ভাঙ্গচুর করে এলাকাবাসীর সামনে।

এরপর মাওনা মধ্যপারা এলাকার মাজেদা খাতুনের বাড়িতে গত ২৬ এবং ৩১ জানুয়ারী পরপর দুইবার অগ্নিসংযােগের ঘটনায়’ও শফিকুল আমজাদ রানা সহ তার স্বজনদের অভিযুক্ত করার পাঁয়তারায় উঠে পড়ে লেগেছে।

জমি সংক্রান্ত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্তরা সাজানাে ঘটনায় প্রতিপক্ষ শফিকুল আমজাদ রানা ও তার স্বজনদের হয়রানি করে আসামী করা, খুন এবং গুম করারও হুমকি দিচ্ছে বলেও ডায়েরিতে উল্লেখ করেন।

Manual8 Ad Code

এবিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার কাইয়ুম শেখ জানান, এবিষয়ে পূর্বেই শফিকুল আমজাদ রানা আমাকে বিস্তারিত জানিয়েছে। তারা খুবই শান্ত নিরীহ প্রকৃতির লোক। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করা প্রয়োজন বলেও জানান

Manual1 Ad Code
Manual7 Ad Code