১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেহুলা সুর | কবিতা

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
বেহুলা সুর | কবিতা

Sharing is caring!

Manual5 Ad Code

★★★বেহুলা সুর★★★
কৃষ্ণা শর্ম্মা
‍ ~~~~~~~~~~~~~~~~
হঠাৎ কোথা থেকে মৃদু হাসি,
ফুটে উঠেছে আকাশ পানে।
চেয়ে দেখি করছে খেলা
চাঁদের সাথে করছে হেলা।
সেই হেলারি ভেলাতে,
ভাসছে হাজার তারা।

Manual7 Ad Code

তারার কাছে ঋণী হয়ে,
সুখি হবো কেমন করে-???
তুমি ফিরে যাবে উড়ন্ত রথে,
মাটিতে পড়িবে ছায়া।
মন্দির খুঁড়ে দেখিব তোমায়,
মন্দ্রিত মহামায়া।

Manual5 Ad Code

ভোরের পাখির কোহলিতে,
গুঞ্জরিত গীত কাহনে।
মধ্য দুপুরের ব্যস্ত শহুরে,
আলিঙ্গনের মায়া মেখে।
আবেগ-ব্যোমের অস্তায়-মান,
শোভনা সন্ধ্যা-তারা।

কান্না শেষে ধ্যবরা কালো কাজল,
রোদ আসছে ছায়া ফেলে।
বন্ধ দোয়ার খুলেছে পানে,
মুক্ত স্বাধীন করতে।
জীবন যুদ্ধের অলীক সপ্নে,
জ্বলছে হাজার দ্বীপ।

ধোঁয়াটে শহরের বাড়েনা উষ্ণতা,
অবুঝ চোখে দরজায় আঙুল রাখেনা।
দেখিনি আমি শুনিনি আমি,
বলিনি অনেক কিছু-রয়ে গেলো বাকি।
হঠাৎ যেন ডাক পড়েছে,
শ্যামলে শ্যামল তুমি,নীলিমার আকাশে।

★ হায়!হায়!সর্বনাশ!!!★

আড়াল হয়ে গেলো সব,
এ কি দায় লুকিয়ে গেলে মেঘের লজ্জায়।
নইকো তুমি লজ্জাবতী,
তুমি সবার প্রাণধ্বনি।
জাগিয়ে দাও সরধ্বনি,
সরধ্বনির তালে তালে।

Manual1 Ad Code

→গাইবে কে গান→

আরে বাছা কর নাকো চিন্তা,
আমি আছি কোকিল চাচা।
দেহ আমার কালো বলে,
করো নাকো হেলা।
সেই হেলা-রি সুরে সুরে,
গাইবো আমি বিক্ষুব্ধ গান।

Manual1 Ad Code