১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের চুনারুঘাট জারুলিয়ায় ‘রাজমিস্ত্রী মাতৃভাষা ফুটবল টুর্নামেন্ট ‘ ২০২০ ৫ম ম্যাচ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাট জারুলিয়ায় ‘রাজমিস্ত্রী মাতৃভাষা ফুটবল টুর্নামেন্ট ‘ ২০২০ ৫ম ম্যাচ অনুষ্ঠিত

Sharing is caring!

Manual5 Ad Code

Manual8 Ad Code

Manual8 Ad Code

মনির সরকার :: খেতামার একাদশের বিশাল জয়।জারুলিয়ায় ‘রাজমিস্ত্রী মাতৃভাষা ফুটবল টুর্নামেন্ট ‘ ২০২০

Manual6 Ad Code

গত ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৩:৩০ টায় জারুলিয়া বাজার ছনখলার রাস্তা সংলগ্ন মুক্তমাঠে স্থানীয় রাজমিস্ত্রী কল্যাণ সমিতির আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে – ‘রাজমিস্ত্রী মাতৃভাষা ফুটবল টুর্নামেন্ট ‘ ২০২০ এর ৫ম ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে খেতখামারা সাইদুর একাদশ ৩-০ গোলে উছমানপুর রকিব একাদশ কে হারায়। প্রথমার্ধের ২৫ মিনিটের সময় খেতখামার স্ট্রাইকার রহিম ১ টি গোল আদায় করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে রহিম আরও ১ টি গোল করে ব্যবধান বাড়ান। ২৭ মিনিটে আরও ১ টি গোল করেন দলীয় ফরোয়ার্ড আজিজ। শেষ বাঁশি বাজা পর্যন্ত উছমানপুর কোন গোল পরিশোধ করতে পারেনি। ম্যাচ সেরা ফুটবলার নির্বাচিত হন খেতখামারা একাদশের ফরোয়ার্ড আব্দুর রহিম। আজও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি দেখেন।
খেলার #রেফারিত্রয় ছিলেন আতাউর রহমান, ফারুক আহমেদ, সনজব আলী।
#ধারাভাষ্যে ছিলেন ইউনিকস সভাপতি কাজী আব্দুল মান্নান মোহাম্মদ মহসীন মান্না ও ইউনিকস কার্যনির্বাহী সদস্য এস এম আব্দুল হান্নান।
প্যাভিলিয়নে উপস্থিত হয়ে খেলা দেখেন হাজী রশিদ-হামিদ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ মোহাম্মদ শাহীন, ইউনিকস যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আল মুসা প্রমুখ।
ব্যবস্থাপনায় ছিলেন রাজমিস্ত্রী কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য জাবেদ মিয়া, আনজব আলী প্রমুখ। সমন্বয়ে ছিলেন উক্ত সমিতির সাংগঠনিক সম্পাদক মো: কাজল মিয়া।
আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩:৩০ টায় টুর্ণামেন্ট এর ৬ষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে পরস্পরের মোকাবেলা করবে ছনখলা সমাজকল্যাণ একাদশ বনাম নালুয়া চা-বাগান একাদশ। উক্ত খেলাটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংশ্লিষ্ট আয়োজকবৃন্দ।
উল্লেখ্য যে, নক আউট পদ্ধতির উক্ত ফুটবল টুর্নামেন্ট এ ১৬ টি ফুটবল দল অংশ গ্রহন করেছে। ইতোপূর্বে রাজমিস্ত্রী কল্যাণ সমিতি আরও ৩ টি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করেছেন।
এটি রাজমিস্ত্রী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ৪র্থ ফুটবল টুর্নামেন্ট। খেলা সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শুক্রবার যথারীতি অনুষ্ঠিত হয়।