১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজও আমি আছি তোমার অপেক্ষায়

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০
আজও আমি আছি তোমার অপেক্ষায়

Sharing is caring!

Manual6 Ad Code

আজও আমি আছি তোমার অপেক্ষায়

Manual6 Ad Code

 

——— মহিবুল ইসলাম (রাজু) ———-

Manual1 Ad Code

 

শুধুই তোমার পথ চেঁয়ে একমনে প্রতি ক্ষণে
কত দিন-রাত বৃষ্টি-বাদল বয়ে গেছে জীবনে
সূর্য ওঠেনি এখনও হয়নি যেন ভোর
সুখের নয় দুখের জীবন আমার নয়তো তোর
আছে শুধুমাত্র অপেক্ষার প্রহর জীবন খেয়ায়।।

কত প্রহর চলে গেছে একে একে-কষ্টের মাঝে
বিদায় বলেছে কত সঙ্গী সাথীরা,অতি সহজে
তবুও দুচোখে কত স্বপ্ন আঁকি ভেবে তোমাকে
শুধু অপেক্ষায় প্রহর গুনি আসবে তুমি জীবনে।।

দিন শেষে রাত্রি এসে ঘিরে ধরে আমায়
আলোর মাঝে দেখবো মুখ থাকি এই আশায়,
আজ একা বড় একা ছটফট করছি যন্ত্রনায়
শুধুই তোমার অপেক্ষায় রাত্রি শেষে দিন হয়।।

আমি তবুও ভাবি নতুন সূর্য উদিত হবে জীবনে
তুমি আসবে আবার ফিরে শুধুই মন তা বলে
কত কল্পনায় স্মৃতি গুলো আজও সাজাই বসে
আসবে বলে কথা দিয়েছিলে তুমি আমাকে
তাইতো আমি আজও আছি সেই অপেক্ষায়।।

শেষ হবে যখন জীবনের সকল স্বপ্ন ও আশা
তোমার কাছে খুঁজবো তখনই জীবনের দিশা,
তুমি থাকবে কি পথও চেয়ে আমার অপেক্ষায়
ফিরে আসবে তুমি জীবন সাজাবো দুজনায়
অপেক্ষায় থাকবো ভেসে যাবো দূর মোহনায়।।

Manual7 Ad Code