১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমি চাঁদ বলছি

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২০
আমি চাঁদ বলছি

Sharing is caring!

Manual6 Ad Code

“”””আমি চাঁদ বলছি””””

Manual6 Ad Code

— মুক্তি মন্ডল

Manual4 Ad Code

নিঃসঙ্গতা কাকে বলে ?
কত প্রকার ও কি কি ?
যদি কেউ বিশ্লেষন করতে চায়
তবে আমাকে নিয়ে চিন্তা করলেই
মনে হয় সব প্রশ্নের
জবাবের অবসান ঘটবে ।
কেন না আমার জন্মলগ্ন
থেকেই আমি একা, বড় একা,
আপন কেউ নেই।
আমি মানুষের উপকার করছি
কি-না জানি না,
তবে কারও ক্ষতি যে করছি না
বেশ জোর দিয়ে বলতে পাড়ি ।
পৃথিবীর সবাইকে আমি
আমার মায়াময় আলোর
পরশ বুলিয়ে দিতে সাধ্য মত
চেষ্টা করি, কিন্তু,
কিছু কিছু অকৃতজ্ঞ লোক
আমার এ কষ্টেন জন্য
কোন সুবাক্য তো ব্যয় করেই না
বরং
আমাকে কলন্কিনী বলে গালি দেয় ।
মনে বড় ব্যাথা পাই। অথচ,
পৃথিবীর অসংখ্য প্রেমিক -প্রেমিকা,
কপোত কপোতি যখন আমার
কোমল আলোয় গভীর রাতে
চুটিয়ে প্রেম করে………………..
ভালোবাসা আদান প্রদান করে
আমি প্রতিটি দৃশ্য তখন
অপলক দৃষ্টিতে দেখতে থাকি
কিন্তু,
আমি কি কখনও বলেছি,
যে তোমরা সবাই চরিএহীন ?
না বলব ও না ।
কেন না তোমাদের মতো অতটা ঈর্ষা
আমার নেই। শুধু…………….
একটা প্রশ্ন তোমাদের কাছে
আমার এই নিঃসঙ্গতার
ব্যাথার পড়ে ও কলন্কের
অপবাদ থেকে আমি
কোনো দিন মুক্তি পাব কি ?