১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিল্পী পাভেল দাশ’র পরিচালনায় নির্মিত হচ্ছে “সুখের চাবি”

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২০
শিল্পী পাভেল দাশ’র পরিচালনায় নির্মিত হচ্ছে “সুখের চাবি”

Sharing is caring!

Manual3 Ad Code

আবুল কাসেম,চট্টগ্রাম থেকে :-

Manual7 Ad Code

সুখ দুঃখ হাসি কান্না মায়া মতা এই নিয়ে একটি সংসার, একটি সংসারের দায় দায়ীত্ব যেমন স্বামীর তেমন দায়ীত্বটা স্ত্রীরও কম নেই। সংসারটা একটু সুখের করতে স্বামী স্ত্রী কতইনা যুদ্ধ করে চলে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এমন একটি গল্প নিয়ে সিডি মিউজিক ষ্টেশনের ব্যানারে নির্মিত হচ্ছে নাটক “সুখের চাবি” শিল্পী পাবেল দাশ’র পরিচালনায় দেলোয়ার হোসেনের প্রযোজনা ও পরিবেশনায় অভিনয় করেন চট্টগ্রামের কৌতুক অভিনেতা ম্যারা মিয়া নাম খ্যাত দীলিপ হোড়, আবদুল মমিন, হ্যাপি, পপি, দোলা, বরুন সেন এবং বিশেষ চরিত্রে অভিনয় করেন দেলোয়ার হোসেন, পাবেল দাশ ও রাজু দাশ, ক্যামরায় ছিলেন এম এ খান মির্জা ও মিলন, ম্যাকাপম্যান সেলিম।

Manual4 Ad Code

 

২০/১/২০২০ ইং হতে টানা তিনদিন বান্দরবান ও লোগাড়া নাসিম পার্কে শুটিং চলবে বলে জানা যায়। সিডি মিউজিক ষ্টেশনের ব্যানারে পরবত্তি নির্মিত হবে অবহেলিত স্বামী, জামায়ের কেরামতি, বলদ জামাই মডার্ণ বউ, বাহাদুরী, নকল পিরীত, ফুল নাকি ভুল, অপরাধী বউ ও চোখের জলসহ বেশ কয়েকটি সর্ট টেলিফিল্ম।