১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এনে দাও

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
এনে দাও

Sharing is caring!

Manual3 Ad Code

### এনে দাও ###
কৃষ্ণা শর্মা –
_____________________________
জাগাও মুমূর্ষু ধরা প্রাণ___
ফলের আনো ফল,আনো ক্ষুধার্তের লাগি খাদ্য,
আত্নার আনো শান্তি,আনো যারা রহিয়াছে জাগি।

তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন,তার তরে-
ছড়িয়ে দাও আলোয় আলোয়,তোমাদের মুঠি ভরে।
কর সবার মন-প্রাণ তৃপ্ত,
মিশিয়ে দাও তোমার তীব্র আলোয়।

Manual5 Ad Code

বর্ণিলতার অফুরন্ত রহস্যের স্পর্শে,
জাগিয়ে দাও মানবতার দোয়ার।
গভীরভারে অবলোকন করে দাও প্রকৃতিকে,
উন্মোচন গোপন রহস্যে ভরিয়ে দাও আনন্দকে।

Manual2 Ad Code

হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো,
সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে।
ঘন-সিয় জুলমাতের কূলে একা বসে,নাহি ভরসা,
সেই মুসাফিরের অপেক্ষায়।

Manual6 Ad Code

নসিবের ভ্রূকুটি যাতনা সহি কি করে,
আমি যে বড় কিংকর্তব্যবিমুঢ়।
অমোঘ করে দাও আমায়,
এনে দাও তাহাকে___________

Manual6 Ad Code

২০/০১/২০২০খ্রিঃ-

Manual1 Ad Code
Manual7 Ad Code