১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কবিতা

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২০
কবিতা

Sharing is caring!

Manual1 Ad Code

ডা.মিজান মাওলার

জাগ্রত কবিতা-
“অগ্রেচলো যুবতোষ”
রচনা কাল- ৩১/১০/১৯ই

 

অবেলার বেলা হে – যুবতোষ করোনা আর হেলা,
তুমি আছো অধরায় অতল সমুদ্রের মাঝে জেনে বুঝে করো খেলা।

 

Manual2 Ad Code

স্নীগ্ধ ছায়ায় মমতার কপাট খুলেছে তোমার,
তুমি বুঝে নেওগো যুবতোষ একবার বলো পৃথিবী আমার।

 

সামনে তোরণ বাজে দামামা তুমিই দামাল ছেলে,
ছন্ন ছন্ন মেঘের আভা দাঁড়িয়ে যেন কিছু একটা বলে।

 

Manual2 Ad Code

তুমি চন্দ্র সূর্যের উদঁয়ের আলো যুবতোষ রঙের পরিচয় টুকু বলো,
তুমি একরাশ কান্ডারী গুনেমানে হিতৈষীর পথে জালাবে আলো।

 

তোমার হাতে গড়বে শ্রমীক শিল্প ও যান্ত্রিক কারিগর,
তুমি জাগ্রত হও মোয়াজ্জিনে ডাকে আর পাখিদের গানে সময়ের প্রহর।

 

Manual8 Ad Code

তুমি ভেবে দেখো তোমার বয়জৈষ্ঠ্য আসন গুলি নড়বর করছে,
অগ্নি ঝরাও তোমার কন্ঠে রন্ধ্রে বন্ধে হাতছানিতে ডাকছে।

 

তুমি নয়তো অলস তুমি ত্যাজি হিমাদ্রীর সমান,
তুমি ব্যগবান শীতল হাওয়ায় মানবতার প্রাণ।
অঝোর ধরায় গঠাবে বিকাশ হবে সোনালী

 

Manual6 Ad Code

সমাজ,
হৃদ্রতার দহনে ডাকছি হে যুবতোষ প্রীতিকর হয়ে উঠো আজ।