১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাশরাফীর হাতে ১৪ সেলাই, অনিশ্চিত বিপিএল

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২০
মাশরাফীর হাতে ১৪ সেলাই, অনিশ্চিত বিপিএল

Sharing is caring!


Manual7 Ad Code

ক্রীড়া ডেস্ক : নিজের সবটুকু উজার করে দিয়েই মাঠে খেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। বেমালুম ভুলে যান নিজের কথা। তা অনেক সময় ক্ষতির কারণ হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। তবে মাশরাফী তাতে কতটা গুরুত্ব দেন তা বরাবরই প্রশ্নের বিষয়, শনিবার যেন তার প্রমান পাওয়া গেল আরেকবার।

গত বিশ্বকাপের পর থেকে প্রায় এক বছর ক্রিকেটে থেকে দূরে ছিলেন মাশরাফী। এই সময়ে কোন কথাও বলেননি ক্রিকেট নিয়ে। মাঝে ক্রিকেটারদের ধর্মঘট ও সাকিব আল হাসানের নিষেধাজ্ঞাসহ ঘটে গেছে অনেক কিছুই। লম্বা এই বিরতি কাটিয়ে চলতি বঙ্গবন্ধু বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন মাশরাফী।

 

Manual6 Ad Code

কিন্তু আসরের শেষদিকে এসে আরও একবার ইনজুরিতে পড়েছেন নড়াইল এক্সপ্রেস। শনিবার প্লে অফের আগে শেষ ম্যাচে খুলনার ইনিংসের ১১তম ওভারে মেহেদী হাসানের ফ্লাইটেড ডেলিভারিতে সজোরে হাঁকিয়েছিলেন রাইলি রুশো। ত্রিশ গজ বৃত্তের ভেতর এক্সট্রা কভার দাঁড়ানো মাশরাফি তার বাম দিকে ঝাপিয়ে পড়েন সেই ক্যাচটি লুফে নিতে। কিন্তু বলের গতি রোধ ব্যতীত আর কিছু করতে পারেননি তিনি।

Manual7 Ad Code

 

ক্যাচ না ধরতে পারলেও বড় ক্ষতি হয়ে গেছে মাশরাফীর। মাঠেই তার হাত থেকে ঝড়তে থাকে রক্ত। পরে জানা যায় বাঁ হাতে ১৪টি সেলাই লেগেছে তার। এখন এই ১৪ সেলাইয়ের পর মাশরাফির পক্ষে সহসাই মাঠে নামা সম্ভব হবে না।

 

Manual4 Ad Code

কেননা বিপিএলের বাকি আছে আর মাত্র ৫ দিন। আগামী ১৩ ও ১৫ তারিখ হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ডের দুই ম্যাচ। এরপর শুক্রবার (১৭ জানুয়ারি) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু বিপিএলের।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code