১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

★★ দাদুর ভীমরতি ★★

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
★★ দাদুর ভীমরতি ★★

Sharing is caring!

★★ দাদুর ভীমরতি ★★

 

— শোভা রাণী বিশ্বাস —

বয়স আমার আশি হলেও
মনটা যেন আঠারো,
মনে আমার নতুন প্রেমের
রঙ লেগেছে আবারো।

 

ষোড়শী এক মেয়ে আমার
এসে মনের মাঝেতে,
বয়সটাকে উপড়ে দিলো
মিষ্টি যে তার হাসিতে।

 

খুলেই বলি রহস্যটা
সেদিন বাসের এককোণে,
ফেরার পথে বসে ছিলাম
একা একা আনমনে।

 

অনেক লোকই বসা ছিলো
বসে থাকা বাসটাতে।
হঠাৎ সে যে মিষ্টি হেসে
বসলো আমার পাশটাতে।

 

দাদু ভেবে আমার সাথে
ঠাট্টা হাসি করলো বেশ,
কিন্তু তারই হাসি আমার
হৃদয়টাকে করলো শেষ।

 

ভালোবাসার পথে বেধে
রাখলো আমার বয়সটা,
আশি হয়েও মনটা যে চায়
প্রেম যে করি আরেকটা।।