১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লামায় তাজিংডং ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ১৯, ২০১৯
লামায় তাজিংডং ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

Sharing is caring!

উনুয়ই মার্মা রুহি,বান্দরবান জেলা প্রতিনিধি :

‘শান্তির জন্য খেলা’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা তাজিংডং’র এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।বুধবার বিকালে টি.টি এন্ড ডি.সি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার (গভানেন্স এন্ড এডভোকেসি) মোস্তফা কামাল, সংস্থার প্রকল্প সমন্বয়কারী পাইচিংউ ও প্রশিক্ষণ কর্মকর্তা মাইকেল মন্ডল, স্থানীয় গন্যমান্যসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠিত খেলা উপভোগ করেন। প্রথমে চাম্বি উচ্চ বিদ্যালয় ও মেরাখেলা উচ্চ বিদ্যালয় ছাত্রীদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।এ খেলায় ১-০ গোলে মেরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয় চাম্বি উচ্চ বিদ্যালয়। দিনের অপর খেলা লামা সরকারী উচ্চ বিদ্যালয় ও গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে লামা সরকারী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে গজালিয়া উচ্চ বিদ্যালয় জয়ী হয়। বাংলাদেশ রেপারি এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ ইব্রাহীম, তারেকুল ও তারেফুল ইসলাম সমগ্র খেলা পরিচালনা করেন।সংস্থার প্রকল্প সমন্বয়কারী পাইচিংউ ও প্রশিক্ষণ কর্মকর্তা মাইকেল মন্ডল বলেন, বিভিন্ন জাতি গোষ্ঠির কিশোর কিশোরীদের মধ্যে আন্ত সু-সম্পর্ক বৃদ্ধির ও সৌহার্দপূর্ণ সহাবস্থান নিশ্চিতের লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে স্থানীয় তাজিংডং এ খেলার আয়োজন করা হয়।গত ৫ মে থেকে টুণামেন্ট শুরু হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৮টি বালক ও ৮টি বালিকা দল অংশ গ্রহণ করে। নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়