Sharing is caring!


মোঃ আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্যের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৪ জানুয়ারী শনিবার দুপুরে রুহিয়া থানা ছাত্রলীগের আয়োজনে এক বণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় রুহিয়া থানা ছাত্রলীগের আহবায়ক আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান বক্তা রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, মকবুল হোসেন,যুবলীগ নেতা প্রভাষক বদরুদ্দোজা, দুলাল রব্বানী, শাহজালাল, ছাত্রলীগ নেতা সবুজ মাহমুদ, মামুন হোসেন, রবিউল ইসলাম ডন প্রমুখ।