১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাগুরায় হাইওয়ে পুলিশ ফেন্সিডিলসহ তিন জনকে আটক করে

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
মাগুরায় হাইওয়ে পুলিশ ফেন্সিডিলসহ তিন জনকে আটক করে

Sharing is caring!

Manual6 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :-

মাগুরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে হাইওয়ে ফাড়ির পুলিশ। শুক্রবার সকালে একটি পরিবহন বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

 

মাগুরা রামনগর ফাড়ির পুলিশের ইনচার্জ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১ টায় রামনগর মহাসড়ক এলাকায় ঢাকাগামী জে আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ মধুখালির সজিব বিশ্বাস (২৪) পিতা রশিদ বিশ্বাস, ঝিনাইদহ নারায়ণপুর এলাকার মোহাম্মদ নুর আলোম ( ৪০) পিতা ইসমাইল ও মাগুরা সদরের পাকা কাঞ্চনপুর গ্রামের সমীর মুন্সির পুত্র শাহিনুরকে (২৫) আটক করা হয়।

Manual7 Ad Code

 

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আদালতে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Manual5 Ad Code

এদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাইদুর রহমান জানালেন, সকালে ফাড়ির পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটককৃতরা আন্তজেলা মাদক কারবারি চক্রের অন্যতম সদস্য৷

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

গত মাসের মাঝামাঝিতে মাগুরা সদরের দেড়ুয়া গ্রাম থেকে পরিত্যক্ত প্রাইভেটকারসহ ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় সম্পৃকত রয়েছে তারা।

 

আটকের পর জিজ্ঞাসাবাদে ৬৪ ধারায় জবানবন্দিতে ঐ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন মাদক কারবারিরা।