১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

পটুয়াখালী চৌকস পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ আটক ১

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২০
পটুয়াখালী চৌকস পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ আটক ১

Sharing is caring!

এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বড় চৌরাস্তা সংলগ্ন, ফুট ওভারব্রিজের নিচ থেকে গত ২ জানুয়ারি রাত ৯:১০ ঘটিকার সময় পটুয়াখালী বহালগাছিয়ার ৫ নং ওয়ার্ডের আব্দুল আজিজ ফকিরের ছেলে মোঃ হানিফ ফকিরকে ১৭০ পিস ইয়াবাসহ আটক করে পটুয়াখালী সদর থানার এসআই মোঃ মেহেদী

জানা গেছে ,ইয়াবা ট্যাবলেট প্রায়ই টেকেরহাট থেকে বহন করে পটুয়াখালী নিয়ে আসে কিন্তু সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার কারণে এতদিন তাকে হাতেনাতে আটক করতে পারেনি।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকেরহাট গামি গাড়িতে ইয়াবা ট্যাবলেট বহন করে পটুয়াখালী বড় চৌরাস্তা সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে নামবে এ তথ্যের প্রেক্ষিতে আমরা সময়মতো অবস্থান নেই আমাদের অবস্থানের টের পেয়ে গাড়ি থেকে নেমে গোপনে পালানোর চেষ্টার সময় আটক করে জনসম্মুখে মোঃ হানিফ ফকিরের দেহ তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মোঃ হানিফ ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।