১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

কানাইঘাট-গাছ বাড়িতে সিলেট জেলা আঃ লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৯
কানাইঘাট-গাছ বাড়িতে সিলেট জেলা আঃ লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

Sharing is caring!

ফয়ছল কাদির,সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ- সিলেট জেলা অাওয়ামিলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কানাইঘাট- গাছবাড়ীতে, অাওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগের অানন্দ মিছিল, এবং মিছিল পরবর্তী এক পতসভা অনুষ্ঠিত হয় ।

 

এতে প্রবাসি কমিনিউটি নেতা দুলাল অাহমেদের সভাপতিত্বে এবং গাছবাড়ী অাইডিয়াল ডিগ্রী কলেজ ছাত্রলীগনেতা জামিল অাহমেদ ও নাহিদুজ্জামান নাদেল এর পরিচালনায় ।

 

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক অাহবায়ক কমিটির সিনিয়র সদস্য তরুণ রাজনীতিবিদ ও অাগামি নির্বাচনে ৭নং দক্ষীনবানিগ্রাম ইউ পি চেয়্যারমান পদপ্রার্থী জনাব বাবুল রানা ।

 

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কর্মী বান্দব ছাত্রনেতা জনাব অাফজাল হোসেন মিজান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবীন অাওয়ামিলীগ নেতা মাস্টার মরতুজ অালী, সামছুর উদ্দীন, অাসিক অাহমেদ, ও আব্দুর রহিম ।

 

ছাত্রলীগনেতা সায়েম অাহমেদ, সাহেদ অাহমেদ. অারো উপস্তিত ছিলেন যুবনেতা শামিম, সাহাব উদ্দীন, বাহার উদ্দিন, ছাত্রলীগনেতা বুলবুল, নাইম, মাহিন কাদির, দেলওয়ার, হাবিব, অাতিক, সাদিক, প্রমুখঃ।