১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে কিশোরীর আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে প্রচারের অভিযোগে আটক ১

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৯
পটুয়াখালীতে কিশোরীর আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে প্রচারের অভিযোগে আটক ১

Sharing is caring!

Manual1 Ad Code

পটুয়াখালী প্রতিনিধি : র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ১ টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন রজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঐ একই এলাকার জনৈক কিশোরীর ছবি ও নাম ব্যবহার করে ভূয়া ইমু আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও প্রচার করার অভিযোগে মোঃ সজিব সিকদার(২৩), পিতাঃ মোঃ মন্টু সিকদার, সাং-রজপাড়া, ইউপিঃ টিয়াখালী থানাঃ কলাপাড়া, জেলাঃ পটুয়াখালী কে আটক করা হয়।

Manual5 Ad Code

 

ঘটনার বিবরণে জানা যায় যে, অভিযুক্ত মোঃ সজিব সিকদার(২৩), ভিকটিমের বড় বোনের স্বামী। আত্বীয়তার সুবাদে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সীম দিয়ে সুকৌশলে ভিকটিমের ছবি ও নাম ব্যবহার করে ভূয়া ইমু আইডি খুলে বিভিন্ন ধরণের অশ্লীল ও আপত্তিকর ছবি ও ভিডিও প্রচার করে।

 

এছাড়া ভিকটিমের ব্যবহৃত মোবাইল সিম নম্বরটি ইমু আইডিতে ছড়িয়ে দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট কুপ্রস্তাব পাঠাতে থাকে। বিভিন্ন অপরিচিত ও অজ্ঞাতনামা ব্যক্তিগন উক্ত মোবাইল নম্বরে কল দিয়ে ভিকটিমকে প্রতিনিয়ত কুপ্রস্তাব দিতে থাকলে, ভিকটিম ও তার পরিবার আইনগত সহায়তার নিমিত্তে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন (কলাপাড়া থানার জিডি নং ৯৯৮, তারিখঃ ২৬-৬-২০১৯খ্রিঃ)।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

এছাড়া অভিযুক্ত আসামীকে সনাক্তপূর্বক গ্রেফতারের নিমিত্তে আইনগত প্রতিকার চেয়ে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প বরাবর অভিযোগ দায়ের করেন। তদপ্রেক্ষিতে, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ১ টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের আপন দুলা ভাই অভিযুক্ত মোঃ সজিব সিকদারকে সনাক্ত করে এবং নিজ বাড়ী হতে তাকে আটক করা হয়।

 

Manual4 Ad Code

এসময় অভিযুক্তের মোবাইল হতে ভিকটিমের নামে ভূয়া ইমু আইডি ও বিভিন্ন ধরণের অশ্লীল ও আপত্তিকর ছবি ও ভিডিও জব্দ করা হয়।

 

এসংক্রান্তে ভিকটিমে মা বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।