Sharing is caring!

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে স্বামী-সতীন দ্বারা বৃদ্ধ গৃহবধু হত্যার ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী হত্যার কথা স্বীকার করে। থানা সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া গ্রামের নফির উদ্দিনের প্রথম স্ত্রী লুতফুল (৫৫) কে স্বামী এবং দ্বিতীয় স্ত্রী হিমু লতা (৪০) উভয় মিলে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নিজ শয়ন কক্ষে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ রাত ১১টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নফির উদ্দিন এবং দ্বিতীয় স্ত্রী হিমু লতাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হুমায়ন কবির বলেন, শুক্রবার রাত ১১টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া গ্রামের নফির উদ্দিনের প্রথম স্ত্রী লুতফুল (৫৫) কে হত্যার সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নফির উদ্দিন এবং নফির উদ্দিনের দ্বিতীয় স্ত্রী হিমুলতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী নফির উদ্দিন স্ত্রী লুতফুলকে হত্যার কথা স্বীকার করে। সে স্বীকার করে বলে, আমি এবং আমার দ্বিতীয় স্ত্রী হিমুলতা মিলে গলা টিপে হত্যা করি। নফির উদ্দিন স্বীকার করে আরো বলে, আমি গলা টিপে ধরি এবং আমার দ্বিতীয় স্ত্রী হিমুলতা পা ধরে থাকে। উভয়ে হত্যার দায় স্বীকার করায় তাদের গ্রেফতার করা হয়। পরদিন শনিবার বেলা ১২টায় নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নিয়ামতপুর থানায় স্বামী নফির উদ্দিন এবং দ্বিতীয় স্ত্রী হিমুলতাকে আসামীকে একটি হত্যা মামলা দায়ে করা হয়।