Sharing is caring!

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে আনারস প্রার্থীর ৭ কর্মী-সমর্থকের উপর হামলা চালিয়েছে প্রতিদন্ধী জবাফুল প্রার্থীর ক্যাডার বাহিনী। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানাগেছে, আগামী ১৪ অক্টোবর লালমোহন পৌরসভা নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে আনারস প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে পৌরসভার ২নং ওয়ার্ডের শফিউল্লাহ হাওলাদারের স্ত্রী ফেরদৌসআরা বেগম। বর্তমানে ফেরদৌসআরার বিপুল জনসমর্থন দেখে ঠিক থাকতে পারেনি প্রতিদন্ধী জবাফুল প্রতিকের প্রার্থী জান্নাত বেগম। বিগত দিনে আনারস প্রার্থীকে নির্বাচনী মাঠ থেকে তাড়ানোর জন্য বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে প্রার্থী জান্নাত বেগম। জানাগেছে, আনারস প্রার্থীর পোস্টার ছেড়া, প্রচার-প্রচারণা ও গণসংযোগে বাঁধাসহ বিভিন্ন অপকর্ম অব্যাহত রেখেছে জবাফুল প্রার্থীর পালিত ক্যাডার বাহিনী। গত ২৭ সেপ্টেম্বর ২নং ওয়ার্ডের মৃত মাহমুদুল্লাহ পাটোয়ারীর ছেলে মনির পাটোয়ারী আনারস প্রার্থীর নির্বাচনী প্রচার চালানোর সময় বাকবিতন্ড হয় জবাফুল প্রার্থী জান্নাত বেগমের স্বামী মিলন মাষ্টারের সাথে। এ রেস ধরে রাত ১১টার দিকে জবাফুল প্রার্থী জান্নাত বেগমের স্বামী মিলন মাষ্টারের নেতৃত্বে আমিনুল, সাকিল, মনির, হুময়ুন, মানু, জামাল হাং, রাসেল, ফয়সাল, মামুন, বিল্লালসহ বহিরাগত ৩০/৩৫জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মনিরের বাড়ীতে অনাধিকার ভাবে প্রবেশ করে তার উপরে হামলা চালায়। এ সময় মনিরের শ্বশুর আবদুল মন্নান, শ্বাশুরী রুনা বেগম, স্ত্রী শাহিদা বেগম, চাচি শ্বাশুরী চম্পা বেগম, শ্যালক জাহিদ মনিরকে বাচাঁতে এলে সন্ত্রাসীরা তাদের পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় মনিরের চাচা শ্বশুর নুরুন্নবী হাওলাদার আহতদের খোজ নিতে হাসপাতালে গেলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তিতে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। এমতাবস্থায় প্রার্থী ফেরদৌসআরা বেগম প্রতিদন্ধী প্রার্থী জান্নাত বেগমের পালিত ক্যাডার বাহিনীর ভয়ে নামতে পারছেনা নির্বাচনী মাঠে। আগামী ১৪ অক্টোবরের নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে জোড় অনুরোধ জানান আনারস মার্কা প্রার্থী ফেরদৌসআরা বেগম। এ ব্যাপারে অভিযুক্ত জবাফুল প্রার্থী জান্নাত বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।