২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পতিতার হাট চট্টগ্রাম বটতলী স্টেশনের সামনে, প্রশাসন নিরব

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
পতিতার হাট চট্টগ্রাম বটতলী স্টেশনের সামনে, প্রশাসন নিরব

Sharing is caring!

 

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রাম এসেছিলেন চকবাজারের বাসিন্ধা শাহনাজ বেগম (ছদ্ধনাম)। ট্রেন থেকে নেমে বটতলী স্টেশনের পুলিশ বক্সের সামনে সিএনজি অটোরিকশার জন্য দাঁড়িয়েছিলেন তিনি। কিন্ত গাড়িতো পেলেনই না উল্টো পড়লেন এক বিব্রতকর পরিস্থিতিতে। কয়েক মিনিটের ব্যবধানে শিকার হন একাধিক ব্যক্তির বাজে মন্ত্যব্যের।
শুধু শাহনাজ বেগম নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহাও (ছদ্ধনাম) একই অভিযোগ করেন। তিনি বলেন, ক্লাস করতে বটতলী থেকে প্রতিনিয়ত ট্রেনে করে ক্যাম্পাসে যাই। ক্লাস শেষ করে বাসায় ফিরতে ট্রেন থেকে নেমে যখন গাড়ির জন্য রাস্তায় দাঁড়াই। তখন নিজেকে খুব অসহায় মনে হয়। প্রতিদিনই খুব বাজে মন্তব্যের শিকার হই।
ঠিক একই কথা বটতলী স্টেশন পুলিশ বক্সের সামনে থাকা কয়েকজন পথচারীরও। তাদের সঙ্গে কথা বললে জানায়, এখানে কোনো রাত-দিন লাগে না। সকাল থেকে রাত পর্যন্ত চলে এসব অবৈধ দেহব্যবসা। পতিতাগুলো এখানে অবাধে হাটাচলা করে।
বিভিন্ন খদ্দেররা যেমন তাদের ডাকে, তেমনি তারাও খদ্দেরদের ডাকে। যার কারণে পথচারী নারীদের প্রায় বাজে মন্তব্যের শিকার হতে হয়। আর এসব পুলিশ বক্সের সামনেই চলে। অথচ পুলিশ তাদের কিছু বলে না। পুলিশের সঙ্গে ওদের হাত রয়েছে।
এই তো গেল বটতলীর চিত্র। কিন্তু শুধু বটতলীতে নয়, নগরের সিনেমা প্যালেস, জিইসি মোড় ও কাজির দেউরি পুলিশ বক্সের আশপাশেও দেখা যায় একই চিত্র।