১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

গাজীপুর সদরে চার মাদক বিক্রেতা গ্রেপ্তার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৯
গাজীপুর সদরে চার মাদক বিক্রেতা গ্রেপ্তার

Sharing is caring!

 

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা থেকে চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খানের নেতৃত্বে জয়দেবপুর থানা বানিয়ারচালায় নুরু মাস্টারের মার্কেটের সামনে পাকা রাস্তার উপর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- বাবু মিয়া (৩৫), পিতা মৃত আব্দুল আলী সরকার, আবুল কালাম আজাদ (২৫), পিতা মোঃ দুলাল মিয়া, মোঃ রিপন মিয়া (২৮), পিতা আব্দুল মান্নান, সকলের গ্রাম বানিয়ারচালা (বাঘেরবাজার), থানা জয়দেবপুর, জেলা গাজীপুর ও মো. জসিম মিয়া (২৪), পিতা মো. ছামাদ মিয়া, গ্রাম সোনাকর, থানা শ্রীপুর, জেলা গাজীপুর।
আসামি বাবু মিয়ার হেফাজত থেকে ১২, আবুল কালাম আজাদের হেফাজত থেকে ১০, রিপন মিয়ার হেফাজত থেকে ১০ ও জসিম মিয়ার হেফাজত থেকে ৮ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই নাদিমুল হক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২৪।
রোববার (২২ সেপ্টেম্বর) আসামিদেরকে গাজীপুর আদালতে চালান দেওয়া হয়েছে। পরে আদালতের আদেশে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে যোগফলকে জানিয়েছেন পরিদর্শক নিতাই চন্দ্র সরকার।