১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মামাতো-ফুপাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু।

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৫
মামাতো-ফুপাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুকাইয়া খাতুন (৩) ও সুবাইতা খাতুন (৪) নামে মামাতো-ফুপাতো দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রুকাইয়া খাতুন তালুক সর্বানন্দ গ্রামের শেখ রাব্বিবুলের মেয়ে এবং সুবাইতা খাতুন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। গর্ভবতী মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছেন সুবাইতা। স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা বাড়ির পেছনের পুকুরপাড়ে যায়। কিছুক্ষণ পর পাশের বাড়ির আরিফ মিয়ার সাত বছর বয়সী কন্যা আলো আক্তার ছাগল আনতে গিয়ে পুকুরে ভাসতে থাকা একটি শিশুর মরদেহ দেখতে পায়। সে দ্রুত বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা ছুটে গিয়ে পুকুর থেকে রুকাইয়া ও সুবাইতাকে উদ্ধার করে। ততক্ষণে দুজনই নিথর দেহে পরিণত হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা থানায় অবহিত করলে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এই অপূরণীয় ক্ষতিতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।’ সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।’