১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্বামীর সঙ্গে তালাকের ২ ঘণ্টা পরই ওই পরকীয়ার প্রেমিককে বিয়ে করেন।

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৫
স্বামীর সঙ্গে তালাকের ২ ঘণ্টা পরই ওই পরকীয়ার প্রেমিককে বিয়ে করেন।

Sharing is caring!

মোঃ ইকবাল মোরশেদ

:- স্টাফ রিপোর্টার।

স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র ২ ঘণ্টার মধ্যেই পরকীয়া প্রেমিককে বিয়ের করার ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ হিরন গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, প্রায় তিন বছর আগে হিরন গ্রামের মোঃ সিদ্দিক মোল্লার ছেলে মোঃ খায়রুল মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী চিতশী গ্রামের কেরামত আলী শেখের মেয়ে জেসমিন বেগমের (২৫) বিয়ে হয়। দেড় বছর আগে এই দম্পতির একটি পুত্রসন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই মোঃ খায়রুল মোল্লা জীবিকার তাগিদে প্রায়শই বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে স্ত্রী জেসমিন বেগমের সঙ্গে একই গ্রামের মোঃ আক্তার শেখের ছেলে মোঃ হাসিব শেখের (২৫) পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার দিবাগত রাতে মোঃ হাসিব শেখ গোপনে জেসমিন বেগমের ঘরে এসে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। জেসমিনের বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে আপত্তিকর অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকালে খায়রুলের বাড়িতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে চাপের মুখে মোঃ খায়রুল তার স্ত্রী জেসমিন বেগমকে তালাক দিতে বাধ্য হন। তালাক সম্পন্ন হওয়ার মাত্র ২ ঘণ্টা পর ঘাঘর বাজারে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে হাসিব শেখ ও জেসমিন বেগমের বিয়ে হয়। এই নতুন বিয়েতে মোঃ হাসিব শেখ ও জেসমিন বেগম দুজনেই খুশি বলে জানিয়েছেন এবং সুখী দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী বলেন, “এভাবে তালাক দেওয়ার ২ ঘণ্টা পর বিয়ে দেওয়া আমার জানা মতে এটি শরিয়ত ও আইন সম্মত হয়নি। এ ধরনের সালিশ দরবার যারা করেন, তাদেরকে আইনের আওতায় আনা উচিত।” কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আবুল কালাম আজাদ জানান, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”