Sharing is caring!

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকার বালাপুকুর মোড়ে আজ সোমবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় জনতার সাহসিকতায় আটক হয়েছে এক যুবক। জানা গেছে, মেসার্স উত্তরা অটো রাইস মিলের ট্রাক চালকের নিকট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সম্রাট নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় বোচাগঞ্জ থানা পুলিশ। আটককৃত সম্রাট, দিনাজপুরের শাহমখদুমপাড়া গ্রামের মোঃ রিয়াজুল ইসলামের পুত্র বলে জানা গেছে।