Sharing is caring!

মোঃ ইকবাল মোরশেদ
– স্টাফ রিপোটার।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মন্নারা বাজার সংলগ্ন কিনারা একটি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ মে) স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে জিনিয়ারা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম ও তার সহযোগীদের মাদকসহ আটক করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সেলিমকে আটক করা সম্ভব হয়। এছাড়া আশপাশের এলাকা তল্লাশি করে ফেলে যাওয়া ১৯ কেজি গাঁজা ও ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে যৌথ বাহিনী। আটক সেলিমকে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে। রাত ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।