২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

প্রবাসের গল্প বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা পেলেন সাংবাদিক হৃদয়

admin
প্রকাশিত মে ১০, ২০২৫
প্রবাসের গল্প বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা পেলেন সাংবাদিক হৃদয়

Sharing is caring!

সৌদি আরব ব্যুরো ইনচার্জ

সৌদি আরবের রাজধানী রিয়াদে শাহাদাত হুসাইন সম্পাদিত প্রবাসের গল্প সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা ২০২৫ স্থানীয় ইয়াসমিন  অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম প্রবাসের  গল্প পাঠক  ফোরামের উদ্যোগে প্রবাসী লেখক সম্মাননা শুরু হয়েছে । ২০২৫ সালে  মোট ১৭ জন লেখক কে সম্মাননা প্রদান করা হয়। তার মধ্যে চাঁদপুর শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান দৈনিক চাঁদপুর কণ্ঠ ও মোহনা টেলিভিশন সৌদি আরব ব্যুরো ইনচার্জ লেখক, কবি, গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। সম্মাননা পেয়ে হৃদয় তার অনুভূতিতে বলেন ৯০ দশকের পর থেকে তিনি কবিতা, গল্প, ছড়া, নাটক সহ বিভিন্ন লেখালেখি করে যাচ্ছেন. ১৯৯৬ সাল থেকেই তিনি পুরোপুরিভাবে সাংস্কৃতি জগৎ এর পাশাপাশি গণমাধ্যম কর্মী হিসেবে স্থানীয় জাতীয় দৈনিক ও স্যাটেলাইট চ্যানেলে কাজ করছেন। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তার নিজের লেখা পাঁচটি বই একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে একক ভাবে। ২০২৪ সালে চাঁদপুরের বিশিষ্ট লেখকদের সমন্বয়ে ফরিদ হাসানের সম্পাদনায় দি স্কাই ইন ইউর আইজ শিরোনামের বইটিতে তার লেখা স্থান পেয়েছে। দেশে এবং প্রবাসে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ইতিমধ্যে তিনি টেলিভিশনেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। আগামীতে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা  ও গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন। তার সকল প্রাপ্তি  স্ত্রী লুবনা আক্তার বৃষ্টি ,কন্যা তাসনিম আলম জারা , মারিয়াম আলম সহ পরিবার পরিজন, আত্মীয়-স্বজন , ভাই ,বোন ,বন্ধু, গণমাধ্যম কর্মী , শুভাকাঙ্ক্ষী, সাংস্কৃতিক কর্মীদের উৎসর্গ করেছেন। তার এমন সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর কন্ঠ ,মোহনা টেলিভিশন, পাক্ষিক প্রবাস মেলা, চাঁদপুর অনলাইন ট্রিবিউন পোর্টাল, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ৯৬, সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার, সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরাম, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম পরিবারের পক্ষ থেকে।