Sharing is caring!

জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে জনৈক কিশোরীর বাবা বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে এলাকার স্থানীয় জনতা ছাদিকুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে। শনিবার দুপুরে আটক ছাদিকুল ইসলামকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। সে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রমের মরম আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ছাতক পৌরসভার গণক্ষাই এলাকার জনৈক এক দিনমজুর পরিবার নিয়ে বসবাস করেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় ওই দিনমজুরের ১১ বছর বয়সী কিশোরী মেয়েকে নির্জন স্থানে ডেকে নিয়ে ক্রাশার মিলের শ্রমিক ছাদিকুল ইসলাম ধর্ষণের চেষ্টা করে। এ সময় এলাকার স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে ছাদিকুলকে আটক করেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার বিলাল হোসেন, ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওই কিশোরী এবং লম্পট ছাদিকুলকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা রাতেই লম্পট ছাদিকুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ছাদিকুল ইসলামকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।