৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাদক নিরাময়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত মে ১৪, ২০২৪
মাদক নিরাময়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

স্টাফ রিপোর্টার শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে কে এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাহফুজ আলম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত মহেশপুর মৌজাস্থ ব্রাক মোড়ের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে অদ্য ১৪/০৫/২০২৪ তারিখ ১৬.২৫ ঘটিকার সময় লালমনিরহাট টু রাজশাহীগামী “আলী ট্রাভেলস” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-রাজ মেট্রো-ব-১১-০১৮৯ উক্ত বাসটি থামিয়ে চেকিং করাকালে উক্ত গাড়ীর যাত্রী ধৃত আসামী মোঃ সাকলাইন (৩৫), পিতা- মোঃ মোসলেম মোল্লা, সাং-দেবীপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী এর হেফাজত হইতে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে পলাশবাড়ী থানার নিয়মিত মামলা নং-১৪, তারিখ-১৪/০৫/২০২৪ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯ (ক) রুজু করা হয়। সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের গ্রেফতারী অভিযান অব্যহত আছে।