২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

লামায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে কুতুবউদ্দিনের বাগানে ভাংচুর ও হামলার অভিযোগ

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯

Sharing is caring!

মোঃ আবুল হাশেম লামা (বান্দরবান)প্রতিনিধি, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা কুতুব উদ্দীনের দীর্ঘদিনের কষ্টে অর্জিত জায়গায় আজিম এগ্রো লিমিটেডের লোকজন দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে,মশা,মাছি ও পাহাড়ে ম্যালেরিয়ার সাথে যুদ্ধ করে তিল তিল করে এ জায়গা আবাদ করেছেন কুতুব উদ্দীন। দীর্ঘ দিনের জায়গা উড়ে এসে জুড়ে বসতে কিছু বহিরাগতরা বাগান দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে দফায় দফায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

আজিম এগ্রো লিমিটেডের ম্যানেজার জৈনক স্বপন জানিয়েছেন,তাদের মালিক ক্রয় সুত্রে জৈনক সিরাজুল ইসলাম নিকট থেকে নিয়েছেন।

এদিকে,স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার কুতুব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা করছেন।সন্ত্রাসী আগ্রাসনে বনায়ন, মৎস্য চাষ ও ফলজ বাগান সৃজন করা অসম্ভব হয়ে পড়েছে। সে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ৪০ বছরের জায়গা দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এলাকায় বাগান মালিক ও স্থানীয় লোকজনের কাছে আতংকের অপর নাম আজিম গ্রুপের নাম।

এব্যপারে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুরুপপাতা ঝিরি এলাকায় আজিম এগ্রো লিঃ এর কেয়ারটেকার নজির আহমদ সাংবাদিকদেরকে বলেন, ২০১৬ সালে আজিম এগ্রো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুর আজিম জনৈক সিরাজুল ইসলাম ও ফয়জুন নেছা সিরাজ সহ আরো দুইজন হতে উক্ত বাগান ক্রয় সূত্রে মালিক হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, কুতুব উদ্দিনকে মেম্বার থেকে বহিস্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় মামলা জনিত কারনে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন সন্ত্রাসী কার্যক্রমের খবর আসলে থানা পুলিশ অবশ্যই শক্ত হাতে প্রতিহত করবে।