৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ৩দিনের কর্মসূচি সমাপ্ত

প্রকাশিত অক্টোবর ২, ২০২৩

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:

মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে তিন দিনব্যাপী গান্ধীজীর অহিংস নীতি মানুষের মধ্যে জড়িয়ে দেওয়ার লক্ষ্যে ট্রাস্টের সভাপতি মেজর জেনারেল (অব) জীবন কালাই দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে (২ অক্টোবর) সোমবার সমাপদি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন গান্ধীজীর অহিংস নীতির আলোকে জাতিসংঘ ২রা অক্টোবরকে বিশ্ব অহিংস দিবস হিসেবে ঘোষণা করেছে। গান্ধীজী ছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে মানব দরদী একজন নেতা। সকল দেশের রাজনৈতিক নেতারা গান্ধীজীর মতো অহিংস নীতি নিয়ে কাজ করলে তারাও ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবেন। সমাপনি অনুষ্ঠানে নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান,সহ- সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গান্ধীজির বক্ত ও অনুরাগী বৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব শংকর বিকাশ।