Sharing is caring!
চট্টগ্রাম ডেক্সঃ
শ্রী কৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মদিন উপলক্ষে রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ, বাংলাদেশ’র উদ্যোগে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও উৎসাহ উদ্দীপনায় যথা যোগ্য মর্যদায় উদযাপন করা হয়। উক্ত মঙ্গল শোভা যাত্রার র্যালীটি কেন্দ্রীয় সভাপতি প-িত অরুণ দেবনাথ’র সভাপতিত্বে প্রদক্ষিণ হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি নাথ, সংগঠনিক সম্পাদক পিংকু কুমার নাথ, বিভাগীয় সভাপতি শংকর চন্দ্রদেব নাথ, সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ, দক্ষিণ জেলা সংসদের সভাপতি প-িত রুপন কান্তি নাথ, সাধারণ সম্পাদক সন্তোষ দেবনাথ, উত্তর জেলার সভাপতি সুনীল কান্তি নাথ, সাধারণ সম্পাদক শিমুল দেবনাথ, চন্দন নাথ, মনতোষ নাথ, কাজল দেবনাথ, রনজিত দেবনাথ রতন বিকাশ নাথ, শিবু দেবনাথ, বাদল নাথসহ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত র্যালী ও আলোচনা সভায় বর্ণ-ধর্ম-গ্রোত্র মিলে মিশে যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ভাতৃত্ব বোধ বজায় রেখে সুখী, সুন্দর ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে পারি সে লক্ষ্যে সৃষ্টকর্তার কাছে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করে র্যালি ও আলোচনা সমাপ্ত ঘোষণা করা হয়