১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে মৃত ২

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯
চট্টগ্রাম ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে মৃত ২

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে চান্দগাঁও থানাধীন এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুয়াইশ বড় পুকুর পাড় এলাকার মো. শরিফের ছেলে সুমন (২২) ও ব্যাটারি গলির আবেদ আলীর ছেলে মো. আনিছ (৩৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘সকাল ১১টার দিকে আহতদের হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুমন ও আনিছকে মৃত ঘোষণা করেন।