২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদকসেবির কারাদণ্ড

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদকসেবির কারাদণ্ড

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ মাদকসেবীর কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২১ আগষ্ট) বেলা ৩ টার দিকে কানসাট ইউনিয়নের বাগীতলা হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদক সেবন ও পরিবহনের সময় হাতেনাতে ১ জনকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামী হলো জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণ পুর গ্রামের আঙ্গুর মুন্সীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৮)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ বরমান হোসেন। মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।