Sharing is caring!

উনুয়ই মার্মা রুহি,বান্দরবান প্রতিনিধিঃ,
বান্দরবানের লামা উপজেলার মাতামুহরী নদীর লামারমূখ চর নামক স্থানে গতকাল থেকে নিখোঁজ হওয়া বৃদ্ধা মহিলা ছায়েরা খাতুন (৭০) এর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় তার লাশ লামা পৌরসভাস্থ লামারমূখ ( ৫ নং ওয়ার্ড) মাতামুহুরী নদীর থেকে বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
ছায়েরা খাতুন লামা পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের পানিস্যাবিল (৫ নংওয়ার্ড);মৃত নজির আহমেদ স্ত্রী । তার ছেলে মনির আহমদ জানান,আমার মা গতকাল থেকে নিখোঁজ ছিল এবং মৃগি রোগি ছিল। হয়তো তিনি লামা হেটে যাওয়ার পথে মধ্যে থেকে মাতামুহরী নদীতে পড়ে সলিল সমাধি হয়।
উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, নিখোঁজ হওয়া বৃদ্ধ মহিলাকে উদ্ধারের খবর পাওয়া মাত্র সহযোগিতার জন্য পুলিশ প্রেরণ করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।