১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের ১৫ বছর কারাদণ্ড

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের ১৫ বছর কারাদণ্ড

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আব্দুল জলিল (২৭) নামে এক যুবককে ১৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ বছর কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার (২১’আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী আদালতে একমাত্র আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত আব্দুল জলিল জেলার শিবগঞ্জ উপজেলার চরপাঁকা দশরশিয়া গ্রামের (বর্তমানে শিবগঞ্জ পৌর এলাকায় তর্ত্তিপুর গরু হাট এলাকায় বসবাসরত) রজবুল হকের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারী বিকেলে শিবগঞ্জের নতুন আলীডাঙ্গা গ্রামের একটি আমবাগানে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ৩৮৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন জলিল। এ ঘটনায় ওইদিন র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোস্তাকিন হোসেন জলিলকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ২০১৮ সালের ১৭ এপ্রিল জলিলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন।
৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত বুধবার জলিলকে দোষি সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট মাহতাব উদ্দিন।