২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীর বায়েজিদে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক ব্যক্তি নিহত

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯
চট্টগ্রাম নগরীর বায়েজিদে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক ব্যক্তি নিহত

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শহীদ নগর এলাকার মো. শিপন (২৫) নামের এক ব্যক্তি বৈদ্যুতিক  শর্ট সার্কিটে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বায়েজিদ থানার এস আই মো. সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিপন (২৫) বায়েজিদের শহীদ নগরের লেদু মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া জানান, নিজ বাসায় ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।