Sharing is caring!

আফিয়া আশ্রাব বাধন,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীকে মারধর করে এক গৃহবধূকে কয়েক দফায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকাল ৫ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের ডিসি প্রজেক্টে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জড়িত থাকার অভিযোগে সোহেল (২৩) নামে ১ জনকে আটক করে সিরাজদিখান থানা পুলিশের কাছে সোর্পদ করেছে । আটক সোহেল কেরানীগঞ্জ থানার বাঘাপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে নিয়ে তাঁর স্বামী পলাশপুরের ডিসি প্রজেক্টে ঘুড়তে আসলে আটক সোহেলসহ আরো ২ জন গৃহবধুর স্বামীকে মারধর করে গৃহবধুকে পালাক্রমে ধর্ষন করে ।স্বামীর আর্তচিৎকারে এলাকাবাসী সোহেলকে আটক করে পুলিশে দেয় কিন্তু বাকী দুজন পালিয়ে যায় ।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত)মো.আজিজুল হক হাওলাদর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং বাকী আসামীদের ধরার চেষ্টা চলছে ।