২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

১৩ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৯
১৩ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

Sharing is caring!

মোঃ সবুজ মাহমুদ,যশোর জেলা প্রতিনিধি:
ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৭ আগষ্ট) রাত ১০ টার সময় তাকে আটক করে বিজিবি, আটক সুরাইয়া ঢাকা দোরতুবাগ এলাকার শাহ আলমের স্ত্রী।

৪৯ বিজিবি লে, কর্নেল ,সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মহিলা বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করা হয়। পরে ওই পরিবহনে থাকা সুরাইয়া নামে এক মহিলাকে আটক করা হয়।
সিও আরো জানাই এই নারী সোনা চোরাচালানির সাথে জড়িত এবং এই নারী বিদেশে গিয়েছিল একাধিক বার ৷

এ সময় ওই মহিলার ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪ শত ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। আটক মহিলার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।