১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে অনলাইন গ্রুপ “ছাতকি ফুয়াইন-ফুরিন” এর উদ্ধোগে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
ছাতকে অনলাইন গ্রুপ “ছাতকি ফুয়াইন-ফুরিন” এর উদ্ধোগে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা,
ছাতক প্রতিনিধিঃ-
“হাসুক প্রাণ,বাচুক আশা”
আমরা বলি ঈদের খুশি সবার জন্য। মুখে বললেও আসলেই কি আমরা ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে পারছি? অনেকাংশেই আমরা ব্যর্থ ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে।সেই সুবাধে এবার ঈদে দরিদ্র নারী-পুরুষ,সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটাতে,তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি গ্রুপ”ছাতকি ফুয়াইন-ফুরিন”সদস্যরা।গ্রুপটি বিনোদনের একটি অংশ হলেও জনসেবায় কাজ করা এই গ্রুপের বড় একটি অংশ।এই গ্রুপে সকল শ্রেণী-পেশার মানুষ রয়েছেন।সবার মহৎ উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ১০ই আগস্ট শনিবার ছাতক ‘স্কুল ওয়াই কিন্ডার গার্টেন’ প্রতিষ্ঠানে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গ্রুপ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন- পাবেল আহমেদ, লিমন মির্জা, জাকারিয়া আহমেদ, মো:খালেদ হাসান, তালুকদার সুহাগ, শাকিল আহমেদ, হৃদয় নাথ, বিজু দাস, রিয়াজ আহমেদ, অনিক দাস, আরিফ আহমেদ,পাপ্পু, শিপলু, নয়ন দাস অপু, শ্রীজন, সানজিদা, নিশি, ফারহানা, নিলিমা, প্রমুখ।
বিশেষ ধন্যবাদ: গ্রুপের এডমিন হুমায়রা রাত্রি ও কবির আহমদ খান কে।