১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লোকবল নেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
লোকবল নেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড

ছবিঃ সংগৃহীত

Sharing is caring!

 

নিউজ ডেস্ক (চাকরি): বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইসলামিক ব্যাংকিং শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ইসলামিক ব্যাংকিং এক্সিকিউটিভ (এভিপি/এসএভিপি/ভিপি)।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : যে কোনো বিষয়ে মাস্টার্স পাস। তবে কোনো তৃতীয় শ্রেণি/ ডিভিশন বা সমপর্যায়ে জিপিএ/সিজিপিএ থাকা গ্রহণযোগ্য নয়।

ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেক্টরে ন্যূনতম ১৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, ইসলামিক শরিয়াহ, ফিকাহ বিষয় জানাশোনা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, অর্থ ঋণ আদালত আইন ২০০৩ ও নেগশিয়েশনাবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১ সম্পর্কে ধারণা থাকতে হবে।

এ ছাড়া জেনারেল ব্যাংকিং ও ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ ও এএমএল বিষয়ে ভালোভাবে ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনাসাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর ২০২২।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে লিঙ্কে ক্লিক করুন।