২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সাভার উপজেলা, হেমায়েতপুর, থেকে চামড়া শিল্প নগরীর এলাকায় ১ কিঃমিঃ রাস্তায় দীর্ঘ যানজট

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯
সাভার উপজেলা, হেমায়েতপুর, থেকে চামড়া শিল্প নগরীর এলাকায় ১ কিঃমিঃ রাস্তায় দীর্ঘ যানজট

Sharing is caring!

 

শাহ্ মোঃ রেজাউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা।

শুক্রবার
(০৯/০৮/২০১৯)সকাল ঢাকা,সাভার উপজেলা, হেমায়েতপুর থেকে চামড়া শিল্প নগরী এলাকার প্রধান প্রবেশপথ, পদ্মার মোড়, বাগবাড়ী মোড়, হরিণধারা।
১ কিলোমিটার রাস্তায় দীর্ঘ জ্যাম, জ্যামের প্রধান কারণ পোশাক শিল্পের, কোরবানি ঈদের ছুটিতে গার্মেন্টস কর্মীদের ঘরে ফেরার পালা।
গতকাল (০৮/০৮/২০১৯) বৃহস্পতিবার প্রায় গার্মেন্টস কোরবানি ঈদের ছুটির ঘোষণা করেন।

সাধারণত স্টাফ বাস সহ, এলোমেলো ভাবে রাস্তার দু পাশে সারিবদ্ধ ভাবে রয়েছে। এই দীর্ঘ জ্যাম কারণে দূর ভোগান্তির মাঝে পড়েছে এলাকায়র জনসাধারণ সহ, হাজার গার্মেন্টস শ্রমিক। ঠাকুরগাও,রংপুর, পলাশবাড়ী, পোশাক শিল্প, চামড়া শিল্প এই বিশাল নগরীর এ পেশায় কর্মরত বেশির ভাগ উত্তর বঙ্গের মানুষ।

ঈদের
অনেক আগে থেকে এ বাস গুলো রিজার্ভ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা।

কোরবানি ঈদে সকলে পরিবার ,পরিজনদের সাথে ঈদ , করবে এটাই গার্মেন্টস কর্মীদের প্রধান চাওয়া।