১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমা উপজেলার উপ-কৃষি কর্মকর্তাদের সহযোগীতায় জালালপুরে ডেংঙ্গু এডিস মশা নিধনের কাজ উদ্বোধন,

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯

Sharing is caring!

 

শেখ মোঃছাদিম বিশেষ প্রতিনিধিঃ
গত ৬ই আগষ্ট জালালপুর ইউনিয়ন অফিস সামনে, দক্ষিণ সুরমা উপজেলা উপ-কৃষি কর্মকর্তা জনাব,মোঃফারুক আহমদ, নির্মল চন্দ্র দাস ও শাহিনা সালতানা, ইউ,পি, সদস্য ও এলাকাবাসীর সহযোগীতায় ডেংঙ্গু মশা নিধনের কাজ উদ্বোধন করেন জালালপুর ইউ,পি, চেয়ারম্যান জনাব মাও. সুলাইমান হোসেন,
এতে উপস্থিত ছিলেন জালারপুর বাজার কমিটির সেক্রেটারী জনাব মোঃ হাজী মোঃ ইউনুছ আলী সাহেব ও জালালপুর ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।
ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের করণীয়,
১/ মশার আবাসস্থল ধ্বংস করুন।
২/ বাড়ি-ঘরে সকাল-সন্ধ্যা দু`বেলা ধূপ জ্বলানো।
৩/ বাগান, বাড়ি-ঘর এবং এর চতুর্পাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন।
৪/ ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাবের খোসা, ভাঙ্গা হাড়ি-পাতিল,বালতি-কনটেইনার ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে শেদিকে লক্ষ রাখা জরুরী।
আপনি পরিষ্কার থাকুন, আপনার ঘরের আশ-পাশ পরিষ্কার করুন দেখবেন এমনিতে ডেংঙ্গু এডিস মশার বংশ বিস্তার হবেনা,
প্রাচারেঃ গাঁও গ্রামের সাংবাদিক
শেখ মোঃ ছাদিম।