১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০১৯

Sharing is caring!

 

মোঃশাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জে বেপরোয়া মটরসাইকেল চালিয়ে মনিরুদ্দিন মনির (৫৮) নামে একজন নিহত হয়েছে। বুধবার সাড়ে ১২টার দিকে চনপাড়া-ইছাখালী সড়কের উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাও এলাকায় ঘটে এ ঘটনা। নিহত মনিরুদ্দিন মনু বড়ালু পাড়াগাও এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা বলেন, তিনি বড়ালু বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। খানকা শরীফের পাশে আসামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তার উপর দিয়ে চালিয়ে দেয়। আহত অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেলে যাওয়ার পথেই সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। এব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অনটেস্ট মোটরসাইকেল আটক করা হয়েছে। মোটর সাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হয়। চালককে ধরার চেষ্ঠা চলছে।