২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

আখাউড়ায় নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
আখাউড়ায় নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

Sharing is caring!

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার পৌরশহরের নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার ন্যায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।

৬ আগষ্ট মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক দেবব্রত বণিকের পরিচালনায় বিদ্যালয়ের সকল শিক্ষকের উপস্থিতে স্কুল মাঠের আশ-পাশ ও স্কুল আঙ্গিনা পরিস্কার করেন স্কুল ছাত্রী ও শিক্ষকরা।
এ বিষয়ে কথা হলে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাজী স্বপ্না সিফাত বলেন, সারা দেশে যে ভাবে ডেঙ্গু আতংক সৃষ্টি হয়েছে এতে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীরা অসেচতন থাকায় তাদের উপরেই বেশি প্রভাব পড়ছে ডেঙ্গুর, ডেঙ্গুর বিষয়ে সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে, নিজ আঙ্গিন পরিষ্কার রাখতে হবে, নিজ আঙ্গিনার আশ-পাশে কোথাও ময়লা-আবর্জনার স্তুপ রাখা যাবেনা, এসব আবর্জনা নির্দিষ্ঠ স্থানে ফেলতে হবে।