১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২১
কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত

Sharing is caring!

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) ভোরে সুয়াগাজী ভাটপাড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম মুঠো ফোনে সাপ্তাহিক অভিযোগ পত্রিকা কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুরের জামিল (৩২) ও বাটপাড়ার মোজাম্মেল (৩৩)।

খোরশেদ আলম জানান, রাস্তার পাশে ব্যাটারিচালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলে দুইজন নিহত হয়। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন মরদেহ কাভার্ডভ্যানের নিচে এখনো আটকে আছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি চট্টগ্রামমুখী ছিল। ধারণা করা হচ্ছে চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।