১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

ছাতক শহরকে পরিছন্ন করতে হাতে ঝাড়– নিয়ে শিক্ষার্থীরা

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
ছাতক শহরকে পরিছন্ন করতে হাতে ঝাড়– নিয়ে শিক্ষার্থীরা

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ-
ছাতকে শহরকে পরিছন্ন করতে ঝাড়ু হাতে নিয়ে নামলেন শিক্ষার্থীরা। শনিবার সকালে শহর পরিছন্ন করতে উপজেলার ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুল, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাড়ু, বেলচা, টুকরিসহ বিভিন্ন সরঞ্জামাদী নিয়ে শহরের উপজেলা পরিষদ চত্বর, কোর্ট রোড, হাসপাতাল এলাকা, ছাতক কলেজ রোড ও শহীদ মিনার এলাকা পরিছন্ন করেছে শিক্ষার্থীরা। উপজেলা স্কাউটের উদ্যোগ ও অর্থায়নে এ পরিছন্নতা অভিযান পরিচালনা করেছে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে শহরের পরিষ্কার পরিছন্নতা বজায় রাখতে গণসচেতনতামুলক র্যা লী বের করা হয়। র্যা লীতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউআরসি ইন্সটাক্টর মোস্তফা আহসান হাবীব, ছাতক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, স্যানেটারী ইন্সপেক্টর হিরন মিয়া, স্কাউট শিক্ষক দেলোয়ার হোসেন খান, তমাল পোদ্দারসহ পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ছাতক পৌরসভা উদ্যোগেও শহর পরিছন্ন করা হয়েছে। গোবিন্দগঞ্জ কলেজ, গোবিন্দগঞ্জ হাইস্কুল, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা, এলঙ্গি মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা প্রতিষ্টানের আঙ্গিনাসহ আশপাশ এলাকা এলাকা পরিষ্কার-পরিছন্ন করেছে।