১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নগরীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯
নগরীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৩ নং পাঠানটুলী ওয়ার্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পাঠানটুলী খান সাহেব আবদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দারোয়ান দীলিপ (৪২) ঘটনাটি ঘটিয়েছে এমন অভিযোগে বুধবার (৩১ জুলাই) সকাল থেকে বিদ্যালয় ঘিরে রেখে বিক্ষোভ করছে এলাকাবাসী।

খবর পেয়ে বেলা ১২টার সময় ডবলমুরিং থানার এসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে এর আগে অভিযুক্ত দারোয়ান দীলিপ কুমার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শিশুটিকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে ডবলমুরিং থানার ওসি সদিপ কুমার দাশ সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত দারোয়ান দিলীপকে আটকের চেষ্টা চলছে।